ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পাথরঘাটায় ৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ০৪:১৮ পিএম


loading/img
ছবি : আরটিভি

বরগুনার পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে খালের পাড় থেকে ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পাথরঘাটা বন বিভাগের সদস্যরা সাপটি উদ্ধার করেন। 

পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন বলেন, ‘পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজের পেছনের খালের পাড় দিয়ে সালমা আক্তার নামের এক মেয়ে খান বাড়িতে যাচ্ছিলেন। জালে প্যাঁচানো আজগর সাপটি সালমা দেখতে পান। সালমা আমাদের খবর দিলে আমরা বন বিভাগকে বিষয়টি জানাই। পরে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।’ 

বিজ্ঞাপন

বন বিভাগের উদ্ধারকর্মী বোটম্যান চিন্ময় মজুমদার বলেন, ‘এটি একটি অজগর সাপ। সাপটি উদ্বার করে পার্শ্ববর্তী বনে অবমুক্ত করা হবে।’ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |