• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

টাঙ্গাইলে সিএনজির ধাক্কায় নারীর মৃত্যু 

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জুন ২০২৪, ২৩:৩১
টাঙ্গাইলে সিএনজির ধাক্কায় নারীর মৃত্যু 
ছবি : আরটিভি

টাঙ্গাইলের ঘাটাইলে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (২২ জুন) রাত ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হরিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হরিপুর বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশা ওই নারীকে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঘাটাইল থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, ‘মৃত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর। মরদেহ থানায় রাখা হয়েছে। পরিচয় পেলে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তিতে মিষ্টি বিতরণ
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
আগ্রাসন মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখতে হবে: শিবির সভাপতি
ইসকন নিষিদ্ধের দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ