• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীরও

আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২৪, ১৫:৩৪
ছবি : সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জুন) রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের মান্নান মল্লিক কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার মৃত নাজিমুদ্দিন মল্লিকের ছেলে আজিজুল মল্লিক (৫০) ও তার স্ত্রী নিলুফা বেগম (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মল্লিক কান্দি এলাকার কৃষক আজিজুল মল্লিকের বসতঘরের বৈদ্যুতিক লাইনের একটি তার সামান্য ছেঁড়া অবস্থায় ছিল। শনিবার দুপুরে সেই ছেঁড়া জায়গায় স্কচটেপ লাগাচ্ছিলেন তার স্ত্রী নিলুফা বেগম। এ সময় অসতর্কতাবসত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। স্বামী আজিজুল মল্লিক বিষয়টি বুঝতে পেরে স্ত্রীকে বাঁচাতে গেলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা ঘরের মেইন সুইচ বন্ধ করে দুজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থানায় ওসির ঝুলন্ত মরদেহ, যা জানা গেল
থানার ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার 
শরীয়তপুরে ছাড়পত্র ছাড়াই চলছিল ইটভাটা, ২ লাখ টাকা জরিমানা
শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার