• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

সড়কের পাশে দাঁড়িয়ে গল্প, বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২৪, ১৫:৫৩
ফাইল ছবি

বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ দুজন নিহত হয়েছেন।

রোববার (২৩ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বিবিরপুকুর বাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী রত্না বেগম (৩৫) ও কাহালু উপজেলার বিবিরপুকুর লোহাচাল গ্রামের খোদাবক্সের ছেলে সৈকত আহমেদ টুনু (২২)।

নিহতদের পরিবার ও পুলিশ জানায়, রত্না ঈদের পর বাবার বাড়িতে বেড়াতে যান। রোববার সকালে তিনি এক আত্মীয়কে গাড়িতে উঠিয়ে দিতে বিবিরপুকুর বাজারে যান। সৈকত গরুর দুধ বিক্রি করতে ওই বাজারে যান। রত্নার বাবার বাড়ি ও সৈকতের বাড়ি একই গ্রামের হওয়ায় তারা মহাসড়কের পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় ঢাকাগামী একটি কোচ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাদের লাশ নিয়ে বাড়ি চলে যান।

এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে। ঢাকাগামী বাসটি শনাক্ত করা যায়নি। পুলিশ নিহতদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে। তারা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেপরোয়া ট্রাক কেড়ে নিলো শিক্ষার্থীর প্রাণ
চার খাটিয়া রাখা উঠানে, লাশের অপেক্ষায় স্বজনরা
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ২