• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ১৩ বাংলাদেশি

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২৪, ২২:৩০
দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ১৩ বাংলাদেশি
ছবি : সংগৃহীত

ভারতে পাচারের শিকার হওয়া ১৩ বাংলাদেশি নারী, শিশুর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার (২৩ জুন) ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাদের।

পরে আইনি সহায়তার জন্য তাদের গ্রহণ করে বেনাপোল পোর্টথানা পুলিশ।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন বাগেরহাট জেলার মুয়াঘাট উপজেলার আমজেদ তালুকদারের ছেলে রফিক তালুকদার (৬৬), মামুন তালুকদার (২৫), নাজমুল সিকদার (৩৮), রাজু ভূঁইয়া (২৪), সাত্তার মোল্লা (৫৩), ওমর ফারুক শেখ (২৬), আফসানা আক্তার লাকী (২২) ফাতেমা (৪), আব্দুল আমিন (৬), ফাতেমা (২৮), মরিয়ম (২৩), ফাহিম (২) ও মাহিম (৪)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন ওসি আজহারুল ইসলাম।

তিনি বলেন, ‘সংসারের অভাব-অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের কথা বলে দালাল চক্র ২ বছর আগে তাদের সীমান্তপথে ভারতে নিয়ে যায়। পরে তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে সেখানে ফেলে রেখে চলে আসে।’

তিনি আরও বলেন, ‘এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। সেখানে দেড় থেকে দুই বছর কারাভোগের পর তারা দেশে ফেরার সুযোগ পায়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে তুলে দেবে পুলিশ।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
৪ হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিলো গ্রিস
ভারত থেকে এলো ২৪৫০ মেট্রিক টন চাল
ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ সৌদির