• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

আরটিভিতে সচিত্র প্রতিবেদন প্রচার

টাঙ্গাইলে অতিরিক্ত ভাড়া আদায়, ৭ বাস চালককে জরিমানা 

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২৪, ২৩:১৮
আরটিভিতে সচিত্র প্রতিবেদন প্রচার
ছবি : আরটিভি

ঈদযাত্রার ফিরতি পথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে টাঙ্গাইলের ঘাটাইল বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ মেলায় ৭ বাস চালককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৩ জুন) বিকেলে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস।

তিনি বলেন, ‘ঈদ উদযাপন শেষে ফিরতি পথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুপুর থেকে ঘাটাইল বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭টি বাসের চালককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করে সেজন্য সতর্ক করে দেওয়া হয়েছে।’

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় ঘাটাইল থানার ওসি আব্দুস ছালাম মিয়াসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে শনিবার আরটিভিতে একটি সচিত্র প্রতিবেদন প্রচার হয়। এরই প্রেক্ষিতে আজ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
টাঙ্গাইলে সড়ক ভেঙে ১৫ হাজার মানুষের দুর্ভোগ
টাঙ্গাইলের চার উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দি
মাভাবিপ্রবিতে কোটা বাতিল আন্দোলনে উত্তাল ক্যাম্পাস