• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কুমিল্লা পাসপোর্ট অফিস এলাকায় ৫ দালাল আটক

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২৪, ২৩:৩৪
কুমিল্লা পাসপোর্ট অফিস এলাকায় ৫ দালাল আটক
ছবি : আরটিভি

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাসপোর্টের স্লিপসহ ৫ দালালকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব-১১ সিপিসি ২ কুমিল্লার একটি দল রোববার (২৩ জুন) দুপুরে পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে।

বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি ২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, দালাল চক্রের সদস্যকে পাসপোর্ট করতে দিয়ে অতিরিক্ত টাকা দেওয়ার পরেও যথাসময়ে পাসপোর্ট পায়নি মর্মে র‍্যাবের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করেন একজন ভুক্তভোগী। এ সকল অভিযোগের সত্যতা যাচাই করে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি টিম ছায়াতদন্ত শুরু করে। পরে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানাধীন নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দালাল চক্রের সদস্যদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় পাসপোর্ট দালাল চক্রের হেফাজত থেকে ৯৭টি ডেলিভারি স্লিপ, ১০টি পাসপোর্ট চালানসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন দেবিদ্ধার উপজেলার জাফরাবাদ এলাকার মো. ফজল (৪৩) ও মো. ওমর ফারুক (৩৫), আদর্শ সদর উপজেলার আড়াইওরা এলাকার মো. আলমগীর হোসেন (৬০), রাজাপুর এলাকার ফয়সাল আহমেদ (২১), কুমিল্লা নগরীর ছোটরা এলাকার মো. জনি (২২)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেপ্তারকৃত আসামিরা সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে ভুক্তভোগী লোকজনের নিকট থেকে সরকার নির্ধারিত রেটের অধিক বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন।

র‍্যাব আরও জানায়, মূলত তারা সাধারণ মানুষকে সহজভাবে পাসপোর্ট তৈরি করার নাম করে বিভিন্ন এজেন্টের নিকট নিয়ে আসে। এই এজেন্ট গ্রুপ ভুক্তভোগীদের অনলাইন আবেদন ও ব্যাংক ড্রাফট করে দেওয়ার পাশাপাশি দ্রুতসময়ে পাসপোর্ট দেবে বলে ডেলিভারি স্লিপ নিজেদের নিকট রেখে দেয় এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে পাসপোর্ট ডেলিভারি করার নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে। এভাবেই তাদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করার ব্যবস্থা করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনা পাসপোর্ট অফিসের পরিচালকসহ ৪ জনকে দুদকে তলব
চাঁদপুর পাসপোর্ট অফিসে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক
কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক দালাল গ্রেপ্তার 
জয়পুরহাটে বিআরটিএ ও পাসপোর্ট অফিসে যৌথ অভিযান