• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

দুই ভাই-বোনকে কামড়, সাপ নিয়ে হাসপাতালে স্বজনরা

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জুন ২০২৪, ১০:৩৩
দুই ভাই-বোনকে কামড়, সাপ নিয়ে হাসপাতালে স্বজনরা
ছবি : সংগৃহীত

রাজবাড়ীর পাংশার কসবামাজাইলে সাপে কাটা দুই ভাই-বোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় দংশন করা সাপটি মেরে হাসপাতালে হাজির হন তাদের স্বজনরা।

রোববার (২৩ জনু) রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী।

রিফাত (১৫) ও জান্নাতি (৬) নামে ওই দুই ভাই-বোন পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের উজির মন্ডলের সন্তান।

জানা যায়, রোববার রাতে রিফাত ও জান্নাতিকে তাদের বাড়ির পাশ থেকে সাপে কামড়ায়। পরে দ্রুত তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এনে ভর্তি করেন স্বজনরা। এ সময় তাদের দংশনকৃত সাপটিকে মেরে সঙ্গে করে আনা হয়। সঙ্গে আনা সাপ দেখে এবং রোগীদের পরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক ডা. এনাম নিশ্চিত হন এটি কোনো বিষধর সাপ না।

তারপরও রোগীরা সম্পূর্ণ বিপদমুক্ত কি না তা নিশ্চিত হতে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসহ পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ বিষয়ে ডা. শারমিন আহমেদ তিথী বলেন, ‘আমার নিজের তত্ত্বাবধানে যথাযথ চিকিৎসা দিয়ে সাপে কামড়ানো দুই রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা সুস্থ আছে। তারপরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোগীদের সঙ্গে আনা সাপটি দেখে মনে হচ্ছে এটি কোনো বিষধর সাপ নয়।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক বোয়ালের দাম ৪৫ হাজার টাকা
ধানখেত থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে রাজবাড়ীর ডিসি
‘পুষ্পা টু’র প্রিমিয়ারে আহত শিশুটি ভেন্টিলেটর সাপোর্টে