• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

দপ্তরে বসে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ২ সদস্যের মাদক সেবন

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জুন ২০২৪, ১৫:৫৯
দপ্তরে বসে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ২ সদস্যের মাদক সেবন
ছবি : আরটিভি

রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ২ সদস্যের বিরুদ্ধে রেলের এক দপ্তরে বসে মাদক সেবনের অভিযোগ উঠছে।

সম্প্রতি এমন বেশ কয়েকটি ভিডিও আরটিভি নিউজের হাতে এসেছে।

মাদক সেবনে অভিযুক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যরা হলেন, সিপাহী সাদ্দাম হোসেনে এবং শাহিনুর রহমান।

তারা দুজনই রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে আরএনবি শাখার নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন।

মাদক সেবনের বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, আরএনবির ওই দুই নিরাপত্তা কর্মী রেলওয়ে ভবনের একটি দপ্তরে বসে ইয়াবা সেবন করছেন।

প্রথম একটি ভিডিওতে দেখা যায়, সাদা কাগজের ওপর মেঝেতে সারিবদ্ধভাবে বেশ কয়েকটি ইয়াবা সেবনের জন্য সাজিয়ে রাখা হয়েছে। এর কিছু দূরে নিরাপত্তা কর্মী সাদ্দাম হোসেন ইয়াবা সেবন করছেন। পাশের আরেকটি চেয়ারে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন সিপাহী শাহিনুর রহমান। এরপর তার কথা বলা শেষ হলে দুজনই একসঙ্গে মাদক আড্ডায় মেতে ওঠেন। বেশ কিছুক্ষণ ধরে চলে তাদের এমন মাদক সেবনের কর্মকাণ্ড।

নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য জানান, সাদ্দাম ও শাহিনুর নিয়মিত মাদক সেবনের সঙ্গে জড়িত। প্রায়ই তারা রেলওয়ের ভবনের বিভিন্ন রুমে রাতে মাদকের আড্ডা বসান। এতে যোগ দেন অন্যান্য বহিরাগতরাও। তাদের এমন কর্মকাণ্ড চললেও রাজনৈতিক ছত্রছায়ার ভয়ে কেউ মুখ খুলেন না।

ভিডিওর সত্যতা জানতে রেলওয়ে নিরাপত্তা কর্মী অভিযুক্ত সিপাহী শাহিনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এ প্রতিবেদককে ম্যানেজের চেষ্টা চালান।

অপর অভিযুক্ত সাদ্দাম হোসেনকে মুঠোফোনে কল দেওয়া হলে, তিনি তার মুঠোফোনটি বন্ধ করে দেন।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চল নিরাপত্তা শাখার চিফ কমান্ডার আসহাবুল ইসলাম বলেন, ‘যদি এমন ঘটনার সত্যতা পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সাসপেন্ড করা হবে। এমন কর্মকাণ্ডে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।’

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোটা বাতিলের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ
রাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করবে না শিক্ষক সমিতি
সেন্টমার্টিন নিয়ে বিরূপ মন্তব্যকারীরা স্বাধীনতাবিরোধী: পর্যটনমন্ত্রী
অক্সিজেনের নল লাগিয়ে রিকশা চালানো সেই সেন্টু আর নেই