• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

পঞ্চগড়ে বজ্রপাতে নারীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জুন ২০২৪, ১৬:৪৭
পঞ্চগড়ে বজ্রপাতে নারীর মৃত্যু
ছবি : আরটিভি

পঞ্চগড়ে বজ্রপাতে শৈল্য বালা (৫০) নামে নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া পাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শৈল্য বালা ওই গ্রামের জগেশ চন্দ্র রায়ের স্ত্রী।

নিহতের ছেলের বউ পবিত্রা রানী বলেন, শৈল্য বালা সোমবার সকালে ঘুম থেকে উঠে গৃহ মন্দিরে নিত্যদিনের মতো প্রভাতি পূজা দেওয়ার জন্য বাড়ির টিউবওয়েলে গোসল করতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শৈল্য বালাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) প্রদীপ কুমার রায় বজ্রপাতে এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মরিচখেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
পঞ্চগড়ে ঘন কুয়াশায় শরতেই শীতের আগমনী বার্তা
লক্ষ্মীপূজাতেও মন্দিরসহ হিন্দুদের বাড়ি পাহারা দেবে বিএনপি: ফরহাদ হোসেন
বজ্রপাতে মেহেরপুরে দুইজনের মৃত্যু