• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জুন ২০২৪, ১৯:২৬
বিদ্যুৎস্পৃষ্ট
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহাবুব রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মাহাবুব রহমান ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে এবং নওদাবাস ইউনিয়ন কৃষকদলের সভাপতি।

স্থানীয়রা জানান, নিজবাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন মাহাবুব রহমান। এ সময় একটি তার ছিঁড়ে তার শরীরে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নওদাবাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে ন্যায্য দাম না পেয়ে জমিতেই নষ্ট হচ্ছে ফুলকপি
শূন্যরেখায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ, বিজিবির বাধা 
হাতীবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু