• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

মির্জাপুরের পুকুরপাড়ে গ্রেনেড উদ্ধার

আরটিভি নিউজ

  ২৫ জুন ২০২৪, ০৯:০৭
মির্জাপুরের পুকুরপাড়ে গ্রেনেড উদ্ধার
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরের একটি পুকুর থেকে গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ জুন) রাত ১০টায় উপজেলার পৌর এলাকার পাহাড়পুর গ্রামের দেলোয়ার হোসেনের পুকুর থেকে এ গ্রেনেড উদ্ধার করে পুলিশ।

গ্রেনেড উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। গ্রেনেডটি দেখতে স্থানীয়রা পুলিশের গাড়ির কাছে ভিড় জমায়।

পুলিশ জানায়, স্থানীয়রা দেলোয়ার হোসেনের পুকুরপাড়ে গ্রেনেডটি দেখতে পেয়ে ৯৯৯ এ কল দেন। পরে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মির্জাপুর থানার এসআই করিম হোসেন।

তিনি বলেন, ‘স্থানীয়রা দেলোয়ার হোসেনের পুকুরপাড়ে গ্রেনেডটি দেখতে পেয়ে ৯৯৯ এ কল দেন। এ খবর পেয়ে গ্রেনেডটি রাত ১০টার দিকে উদ্ধার করা হয়েছে। গ্রেনেডটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কালের হতে পারে বলে ধারণা করছি।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে 
মির্জাপুর থানার ওসি ও তিন এসআই প্রত্যাহার
টাঙ্গাইলের মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২