• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

৪ তলায় উঠে গেল সাপ, ভবনে আতঙ্ক

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২৫ জুন ২০২৪, ১০:৩১
৪ তলায় উঠে গেল সাপ, ভবনে আতঙ্ক
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ কমপ্লেক্সের ৪তলায় একটি বিষাক্ত সাপ পাওয়া গেছে। এ সময় রাসেলস ভাইপার ভেবে মেরে ফেলা হয় সাপটিকে।

সোমবার (২৪ জুন) রাত ৯টায় এ ঘটনা ঘটে। এতে ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা যায়, উপজেলা কমপ্লেক্সের ৪তলায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে দরজা ও জানালার পর্দা লাগাচ্ছিলেন কর্মচারীরা। এ সময় বারান্দায় একটি বিষাক্ত সাপ দেখতে পান তারা। রাসেলস ভাইপার ভেবে সঙ্গে সঙ্গে সাপটি তারা মেরে ফেলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ।

তিনি বলেন, ‘আমার অফিসের দরজা ও জানালার পর্দা লাগানোর সময় কর্মচারীরা রাসেলস ভাইপারের মতো একটি সাপ দেখতে পেয়ে মেরে ফেলেছেন। যদিও এটি রাসেলস ভাইপার সাপ মনে হচ্ছে না। কোনো জঙ্গল কিংবা ছাদ বাগান আশেপাশে নেই। আতঙ্কের বিষয় হলো চারতলায় সাপটি কীভাবে এলো?’

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপালগঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের
সুনীল অর্থনীতিকে কাজে লাগাতে গবেষণায় সাপোর্ট দিতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
সাপের কামড়ে মৃতকে জীবিত করতে কবিরাজের কাণ্ড!
সাপের কামড়ে প্রাণ গেল শিশুর