• ঢাকা সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
logo

২৪ ঘণ্টার ব্যবধানে কলাপাড়ায় ফের ধরা পড়ল রাসেলস ভাইপার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ জুন ২০২৪, ১৫:৪৮
২৪ ঘণ্টার ব্যবধানে কলাপাড়ায় ফের ধরা পড়ল রাসেলস ভাইপার
ছবি : আরটিভি

পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের নলাপাড়া গ্রামের মালয়েশিয়ান প্রবাসী মো. আবদুল বারেকের বাড়ির জালে আটকা পড়েছে রাসেলস ভাইপার‍ সাপ। এটির দৈর্ঘ্য ৫ ফুটের মতো।

মঙ্গলবার (২৫ জুন) সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন সাপটিকে জালে আটক অবস্থায় দেখতে পায়। এ সময় সাপটিকে এক নজর দেখতে ভিড় জমায় ওই এলাকার উৎসুক জনতা। তবে সাপটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।

বাড়ির বাসিন্দা আব্দুল জলিল বলেন, ‘বাড়ি থেকে রাস্তায় ওঠার পথে রাতের যে কোনো সময় আটকা পড়ে সাপটি। সকালে আমরা দেখতে পাই। পরে খবরটি ছড়িয়ে পড়লে অনেক লোক এক নজর দেখতে ভিড় জমান। সাপটি এখনও জীবিত আছে। আমরা এটাকে আঘাত করিনি। অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যদের সংবাদ দেওয়া হয়েছে। তারা এসে সাপটি নিয়ে যাবে।’

সাপ দেখতে আসা চাপলি গ্রামের রাসেল বলেন, ‘এই প্রথমবারের মতো রাসেলস ভাইপার সাপ দেখলাম। এর আগে ইউটিউব এবং ফেসবুকে এই সাপের ছবি দেখেছি। এটি একটি বিষাক্ত সাপ।’

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বায়জিদ মুন্সী বলেন, ‘আমাদের একটি টিম ঘটনাস্থল যাচ্ছে। সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগে হস্তান্তর করা হবে।’

বায়জিদ মুন্সী আরও বলেন, ‘সবাইকে সাপ দেখে আতঙ্কিত না হয়ে আমাদের খবর দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সর্পদংশনের শিকার হলে নিকটস্থ সরকারি হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হলো৷ এ ছাড়া সাপ ধরার রেস্কিউ টিমের সদস্যদের খবর দিলেও হবে। সাপ আমাদের জীববৈচিত্র্যের জন্য অনেক উপকারী বন্ধু। যা খাদ্যশৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলারোয়ায় ফের পাওয়া গেল রাসেলস ভাইপার, সর্বত্র আতঙ্ক
চাঁদপুরে একের পর এক দেখা মিলছে রাসেলস ভাইপারের
কমলনগরে রাসেলস ভাইপারকে মেরে ফেলেছে পথচারীরা
মাছ ধরার ফাঁদে রাসেলস ভাইপার, দেখতে উৎসুক জনতার ভিড়