• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

গলায় মাংসের হাড় আটকে প্রাণ গেল যুবকের 

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ জুন ২০২৪, ১৭:৫৯
ফাইল ছবি

নীলফামারীর কিশোরগঞ্জে ভাত খাওয়ার সময় গলায় মাংসের হাড় আটকে নাহিদ হাসান নামে এক যুবক মারা গেছেন।

সোমবার (২৪ জুন) রাত ১১টার দিকে উপজেলার বসুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নাহিদ ওই গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা এরমান হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাড়িতে পরিবারের সঙ্গে গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছিলেন নাহিদ। এসময় অসাবধানতাবশত নাহিদের গলায় এক টুকরা হাড় আটকে যায়।অনেক চেষ্টার পর গলায় বিঁধে যাওয়া হাড় বের করতে না পেরে প্রথমে তাকে কিশোরগঞ্জ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বাহাগিলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজাউদ্দোলা লিপটন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৈয়দপুরে ৯০ আ.লীগ নেতাকর্মীর নামে মামলা  
সৈয়দপুরে বিআরটিসি বাসের ধাক্কায় যুবকের মৃত্যু  
গুলির যন্ত্রণায় হাসপাতালে ছটফট করছেন ৮ আন্দোলনকারী
নীলফামারীতে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার