• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

ভূঞাপুরে ইটভাটা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ জুন ২০২৪, ২১:৫৫
ছবি : আরটিভি

টাঙ্গাইলের ভূঞাপুরে লাকড়ী মজুত ও পোড়ানোর দায়ে কবির ব্রিকস বন্ধ ঘোষণা, তিন লাখ টাকা জরিমানা ও মজুতকৃত বিপুল পরিমাণ লাকড়ী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।

তিনি জানান, ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাশে কবির ব্রিকসে ইট পোড়ানোর জন্য বিপুল পরিমাণ ব্যবহার নিষিদ্ধ লাকড়ী মজুত রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় তিন লাখ টাকা জরিমানা ও ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে বিপুল পরিমাণে লাকড়ী জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রলীগ নেতার হয়ে প্রক্সি, ভুয়া পরীক্ষার্থীর জেল
ইটনায় ২ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
চাঁদপুরে তিন ইটভাটা মালিককে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল বিস্কুট-পাউরুটি-কেক