• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

রামুতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত 

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ জুন ২০২৪, ২২:৩৪
ছবি: আরটিভি

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তাওহীদ বাবু (২০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কক্সবাজারের জোয়ারিয়ানালা এলাকায় এ ঘটনা ঘটে। বাবু রামু সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত তাওহীদ বাবু জেলা শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা প্রবাসী লুৎফুর রহমানের ছেলে।

জানা গেছে, এদিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাবু মোটরসাইকেল নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন। তিনি জোয়ারিয়ানালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. আজিজুল বারী। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জোয়ারিয়ানালা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। সিএনজি চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি৷ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে শিশুসহ ৩০ রোহিঙ্গা উদ্ধার
সিলেটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
‘ওপেন এআই’র দুর্নীতি ফাঁস করা যুবকের রহস্যজনক মৃত্যু
বাসের ধাক্কায় এনজিও কর্মী নিহত