• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

‘আমার স্বামী নিরীহ মানুষ, পুলিশের ভুলে সে গুলিবিদ্ধ’

আরটিভি নিউজ

  ২৫ জুন ২০২৪, ২৩:৩৫
সংগৃহীত ছবি

চট্টগ্রামে মদুনাঘাট পুলিশ ফাঁড়িতে অস্ত্র পরীক্ষার সময় মিস ফায়ারে দুই দোকানি গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২৪ জুন) বিকেলে জেলার হাটহাজারী থানার বুড়িশ্চর ইউনিয়নের ওই ফাঁড়িতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল আবচার (৪৩) ও একই এলাকার মৃত কবির আহমেদের ছেলে মোহাম্মদ ইয়াকুব (৫৫)।

জানা গেছে, ফাঁড়ির পেছনের খোলা জায়গায় দাঁড়িয়ে বেসরকারি এক ব্যাংকের নজুমিয়া হাট শাখার গুলিভর্তি শর্টগান পরীক্ষা করা হচ্ছিল। এ সময় হঠাৎ ছররা গুলি এসে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির আশপাশের এলাকার ওই দুই দোকানির লাগে। পরে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই ফাঁড়িতে জিডি করেছে।

গুলিবিদ্ধ নুরুল আবসারের স্ত্রী আফরোজা আকতার বলেন, ‘একজন মানুষ দোকানে বসে ছিল, তাকে কেন গুলি করা হবে! এটি মেনে নেওয়া যায় না।’

এয়াকুব আলীর স্ত্রী শামিমা আকতার বলেন, ‘আমার স্বামী নিরীহ মানুষ। পুলিশের ভুলে তাকে গুলিবিদ্ধ হতে হলো।’

বুড়িশ্চর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনার পরপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে মোহাম্মদ ইয়াকুব চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে নুরুল আবচার এখনো চমেক হাসপাতালে ভর্তি আছেন।’

এ বিষয়ে মদুনাঘাট ফাঁড়ির ইনচার্জ মইন উদ্দিন সুমন বলেন, ‘একজন কনস্টেবল ব্যাংকের শটগানটি পরীক্ষার সময় ভুলবশত ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হত্যার শিকার সেই তরুণীর পরিচয় মিলেছে
চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন, নিহত ১
স্কুলছাত্রীকে নিয়ে পুলিশ সদস্য উধাও
ব্যবসায়ী রাশেদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার