মৌলভীবাজারে বন্যার পানিতে ৪ দিনে ৭ জনের মৃত্যু
মৌলভীবাজারে গত চার দিনে বন্যার পানিতে ডুবে ৭ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই শিশু-কিশোর।
নিহতরা হলেন সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম শ্যামেরকোনা গ্রামের পচন মিয়ার ছেলে ছাদি মিয়া (৮), একই গ্রামের জমির মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৭), পাহাড় বর্ষিজোড়া গ্রামের লিমন শেখ (১২), খলিলপুর ইউনিয়নের আজিজুল ইসলাম (৬), কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর গ্রামের বাসিন্দা শিবলু মিয়ার ছেলে সোহান আহমদ (৭), বড়লেখা উপজেলার ভাগাডহর গ্রামের আয়শা (১২) ও কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের বাসিন্দা নাছির মিয়ার ছেলে আবু সাইদ আহমদ রেদোয়ান (৬)।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, দুঃখজনকভাবে এ পর্যন্ত পানিতে ডুবে সাত জনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে মাইকিং করা হয়েছে, যাতে সবাই শিশুদের খেয়াল রাখে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল গণমাধ্যমকে বলেন, চারটি নদীর মধ্যে তিনটির পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু জুড়ী নদীর পানি বিপদসীমার ১৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আশা করি, দু-একদিনের মধ্যে পানি কমে যাবে।
মন্তব্য করুন