হালদায় বিপন্ন প্রজাতির মৃত ডলফিন উদ্ধার
দেড় বছরের ব্যবধানে আবারও দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অতি বিপন্ন প্রজাতির একটি গাঙ্গেয় ডলফিনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার হালদা নদীর হাটহাজারী অংশের গড়দুয়ারা এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।
তবে এ ডলফিনটি বয়সজনিত কারণে মারা যেতে পারে বলে ধারণা করছেন হালদা বিশেষজ্ঞ ড. মঞ্জুরুল কিবরিয়া। বুধবার (২৬ জুন) সকালে এ কথা জানান তিনি।
এ নিয়ে হালদায় ৪১টি ডলফিনের মৃতু হয়েছে। উদ্ধার হওয়া ডলফিনটির দৈর্ঘ্য ৭ ফুট, ওজন প্রায় ৯৯ কেজি। সর্বশেষ ২০২২ সালের ৩ নভেম্বর একটি ডলফিনের মৃত্যু হয়েছিল।
এ বিষয়ে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেন, ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকায় অন্তর্ভুক্ত থাকা অতিবিপন্ন প্রজাতির মিঠাপানির অনেক গাঙ্গেয় ডলফিনের মৃত্যু হয়েছে। বয়সজনিত, খাদ্যের অভাব, দূষণ, পানির গুণাবলি পরিবর্তন ইত্যাদি কারণে ডলফিনের মৃত্যু হয়ে থাকে। হালদা নদীর মা মাছ ও গাঙ্গেয় ডলফিন রক্ষা তথা জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়ানো প্রয়োজন।’
মন্তব্য করুন