• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

হবিগঞ্জে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জুন ২০২৪, ১৪:৩২
হবিগঞ্জে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত
ছবি : আরটিভি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় রবিউল ইসলাম (২৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত রবিউল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামের ছায়দুল হকের ছেলে।

বুধবার (২৬ জুন) সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ বিরামচর এলাকায় হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসানো হয়। ঢাকাগামী একটি ট্রাক চেকপোস্ট অমান্য করে সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল রবিউল হককে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রাক চালকসহ তিনজনকে আটক করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হুসেন বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি বলেন, ‘বিরামচর এলাকায় হাইওয়ে থানার সামনে বসানো চেকপোস্ট অমান্য করে পুলিশ কনস্টেবল রবিউল হককে একটি ট্রাক চাপা দেয়। এ ঘটনায় আমরা তিনজনকে আটক করেছি।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ ছাত্রদল কর্মী নিহত
বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নির্মাণশ্রমিক নিহত
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 
রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর