• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

সমাজকর্মী নুরুল হক হত্যা: ৬ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ২৬ জুন ২০২৪, ১৫:৫১
সমাজকর্মী নুরুল হক হত্যা: ৬ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
ছবি : আরটিভি

কুমিল্লা ব্রাহ্মণপাড়ার ছোট ধুশিয়া এলাকার ২০১১ সালে সমাজকর্মী নুরুল হক হত্যা মামলায় ৬ জনকে মৃত্যদণ্ড ও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৬ জুন) দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সবাইকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় বাদী পক্ষের আইনজীবী এপিপি মোহাম্মদ জাকির হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মাছুম (৩৫), তাজুল ইসলাম (৩২), মো. মোস্তফা (২৪), মো. কাইয়ুম (২৫) , মো. কাইয়ুম (২৮), মো. তবদুল হোসেন (৪০), মো. নানু মিয়া (৪০), মতিন মিয়া (৪০), সাইদুল ইসলাম (২৪), বাবুল মিয়া (২৫), সফিকুল ইসলাম (৩৫), মো. সফিকুল ইসলাম (২৮), মোসলেম মিয়া (৪৫), মো. হেলাল মিয়া (২৫), বিল্লাল হোসেন (৩০), আবদুল আউয়াল (৩০)।

আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘নুরুল হক হত্যা মামলার এজাহারে মোট ২২ জন আসামি ছিলেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। রায় প্রদানের সময় আদালতের এজলাসে ১১ জন আসামি উপস্থিত ছিলেন। অপর ৭ আসামি পলাতক রয়েছেন। মামলার বিচার চলাকালে দুই আসামি মৃত্যুবরণ করেন এবং দুজনকে বেকসুর খালাস প্রদান করেছেন বিচারক। এ মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।’

মামলার বাদী নুরুল হকের ছেলে শরিফুল ইসলাম বলেন, জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশের রায়ে ক্ষিপ্ত হয়ে মামলার এক নম্বর আসামি মো. মাসুমসহ অন্যান্য আসামিরা মিলে ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আমার বাবা নুরুল হককে ধারাল অস্ত্রের আঘাতে এবং পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তকারী কর্মকর্তা ২০ জনকে অভিযুক্ত করে আদালতের চার্জশিট প্রদান করে। বিজ্ঞ বিচারক আজকের এ মামলার রায় প্রদান করেছেন। আমি এতে সন্তুষ্ট।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় সরকার ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না: নুর
গণঅধিকার পরিষদ নামে অন্য দলকে নিবন্ধন না দিতে নুরের আর্জি 
বাংলাদেশের ইতিহাসে আজ একটি নতুন অধ্যায় রচিত: নুর
জনগণের দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে: নুর