• ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১
logo

দাঁড়িয়ে থাকা বাসের পেছনে লরির ধাক্কা, আহত ১৫

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২৬ জুন ২০২৪, ১৬:২৪
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে লরির ধাক্কায় ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৬ জুন) দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ঝরনা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মালবোঝাই একটি লরির ধাক্কায় একটি বাস দুমড়েমুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, স্থানীয়রা হতাহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধারের জন্য রেকার আনা হচ্ছে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিরকুট লিখে আত্মহত্যা: রীমার সেই শখের পুরুষ গ্রেপ্তার
চট্টগ্রামে থানা হাজতে যুবকের আত্মহত্যা
চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে বিএনপি-জামায়াতের ২ নেতার মৃত্যু