• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শ্বশুরেরও

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জুন ২০২৪, ১৭:০১
ছবি : সংগৃহীত

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর আক্কাস আলী ফকির ও পুত্রবধূ লাকি বেগমের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুন) সকালে উপজেলার ছোট চৌগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাকি বেগম ছোট গ্রামের মোয়াজ্জেম ফকিরের স্ত্রী ও আক্কাস আলী ফকির একই এলাকার মৃত আফেজ উদ্দিন ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছোট চৌগ্রাম এলাকার মাছ ব্যবসায়ী হামিদুল ইসলাম তার পুকুরে পানি সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক লাইন টানেন। বুধবার সকালে একই এলাকার মোয়াজ্জেম ফকিরের স্ত্রী লাকি বেগম পুকুর পাড়ে গরুর গোবর আনতে যান। ওই সময় সেচপাম্পের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন লাকি।

পরে ঘটনাটি দেখতে পেয়ে লাকি বেগমকে উদ্ধারে তার শ্বশুর এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই শ্বশুর আক্কাস আলী মারা যান। পরে স্থানীয়রা লাকি বেগমকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষ, আহত ৭
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক