• ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১
logo

কুকুরের তাড়া খেয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২৪, ১৩:০৮
ছবি : সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে কুকুরের তাড়া খেয়ে পালানোর সময় মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাহমিদ সরকার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তাহমিদ সরকার জেলার ফুলবাড়ি উপজেলার মহদীপুর গ্রামের শামীম সরকারের ছেলে। সে মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

ওই শিশুর চাচা রাজিবুল ইসলাম গণমাধ্যমকে জানান, মায়ের সঙ্গে নানার কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় কয়েকটি কুকুর শিশুটিকে তাড়া করে। এতে দ্রুত রাস্তায় উঠে গেলে পাথরবোঝাই একটি ট্রাক তাহমিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিরামপুর থানা পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় তাহমিদ হোসেন নামের এক শিশু মারা গেছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোটার পক্ষে হাবিপ্রবি ছাত্রলীগের মিছিল ও অবস্থান কর্মসূচি 
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে বিএনপি-জামায়াতের ২ নেতার মৃত্যু
সিলেটের কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু