ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নামাজ পড়ে হাঁটতে বেরিয়ে নিথর দেহে ফিরলেন লায়লা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ , ০১:২০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া রেল সড়কে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লায়লা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রেল সড়কের পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লায়লা বেগম পার্শ্ববর্তী চন্দনাইশ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারা চৌধুরীপাড়া এলাকার মৃত জহির আহমদ চৌধুরীর স্ত্রী। তিনি কয়েক দিন আগে পটিয়ায় মেয়ের ভাড়া বাসায় বেড়াতে এসেছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পড়ে বাসার পাশে রেল সড়কে হাঁটতে বের হয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পড়ে বাসার পাশে রেল সড়কে হাঁটতে বের হন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখী দ্রুতগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

চট্টগ্রাম রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জানান, ওই নারী রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে অপমৃত্যু মামলা করা হয়েছে।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |