• ঢাকা সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
logo

ওভারটেক করতে গিয়ে বাস খাদে, প্রাণ গেল হেলপারের 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২৪, ১৩:৫৮
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় এক বাস আরেক বাসকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় পলাশ চন্দ্র দাস (৩৩) নামের বাসের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহরাবাড়ি জিনজিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ চন্দ্র দাস জেলার মুক্তাগাছা উপজেলার চক নারায়াণপুর গ্রামের কালী চন্দ্র দাসের ছেলে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, সকালে ময়মনসিংহের মাসকান্দা বাসটার্মিনাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী এনা পরিবহনের বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে মেহরাবাড়ি জিনজিরা এলাকা পর্যন্ত আসতেই ঢাকাগামী দ্রুত গতিতে আসা তাসজিয়া পরিবহনের যাত্রীবাহী আরেকটি বাস ওই বাসটিকে ওভারটেক করতে চেষ্টা করে। এ সময় তাসজিয়া পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান হেলপার পলাশ চন্দ্র দাস। এ ঘটনায় আহত হন আরও ১০ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির মধ‍্যেই ময়মনসিংহে বিএনপির সমাবেশ শুরু
সিলেটের কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু 
ভালুকায় এক কেন্দ্রে শিক্ষকসহ ১০ শিক্ষার্থী বহিষ্কার