চাঁদপুরে ৫ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড
স্মার্ট তারুণ্য বাঁচাবে অরণ্য এই স্লোগানে চাঁদপুরেও ৫ শতাধিক স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রথম অনুষ্ঠিত হয়েছে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড ২০২৪।
শুক্রবার (২৮ জুন) সকাল ১০টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)’র পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আবদুর রহমান, শিক্ষা কর্মকর্তা রূপক রায়, চাঁদপুর জেলা বন কর্মকর্তা মো. তাজুল ইসলাম, অলিম্পিয়াডের জেলা সমন্বয়কারী আলম পলাশ এ সময় উপস্থিত ছিলেন।
পরে চাঁদপুর সরকারি কলেজের শহীদ রাজু ভবনের নীচ ও তৃতীয় তলায় ঘণ্টাব্যাপী ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সবশেষে কলেজ ক্যাম্পাসে আয়োজকদের পক্ষ থেকে গাছের চারা রোপণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
মন্তব্য করুন