• ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১
logo

মাছ ধরার ফাঁদে রাসেলস ভাইপার, দেখতে উৎসুক জনতার ভিড়

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২৪, ১৫:৪৮
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে মাছ ধরার ফাঁদে একটি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পেপুলবাড়িয়া এলাকার ভারতীয় সীমান্তবর্তী ইছামতি নদীতে মাছ ধরার ফাঁদে সাপটি ধরা পড়ে।

জানা যায়, উজ্জ্বল হোসেন নামে এক কৃষক ইছামতী নদীতে মাছ ধরার জন্য বাঁশের তৈরি বিশেষ যন্ত্র পেতে রেখেছিলেন। দুপুরে নদীতে গিয়ে দেখতে পায় ফাঁদের মধ্যে একটি সাপ আটকে আছে। পরে সেখান থেকে সাপটি বাড়িতে নিয়ে আসে। এসময় সাপটিকে দেখতে ভিড় জমায় ওই এলাকার উৎসুক জনতা। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে নিশ্চিত করেন এটি বিষধর সাপ রাসেলস ভাইপার।

জেলা বন কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন, মহেশপুরে কৃষকের মাছ ধরার ফাঁদে একটি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছিল। সাপটির দৈর্ঘ্যে সাড়ে ৩ ফুট। পরে খুলনা থেকে আমাদের একটি বিশেষ টিম এসে সাপটিকে নিয়ে যায়।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনার হত্যা: এবার দায় স্বীকার করলেন মোস্তাফিজুর
থানার ভেতর রাসেলস ভাইপার, আতঙ্কে পুলিশ সদস্যরা
কলারোয়ায় ফের পাওয়া গেল রাসেলস ভাইপার, সর্বত্র আতঙ্ক
চাঁদপুরে একের পর এক দেখা মিলছে রাসেলস ভাইপারের