• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

নেত্রকোণায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১ 

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২৪, ২৩:১১
নেত্রকোণায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১ 
ছবি : আরটিভি

নেত্রকোণায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সিএনজির যাত্রী নিহত হয়েছেন। এতে সিএনজিতে থাকা আরও ৩ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৮ জুন) সকাল ৮টার দিকে জেলা সদরের কান্দুলিয়া এলাকায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ওসি আবুল কালাম (পিপিএম)।

নিহত সুজন বর্মণ (৪০) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা গ্রামের বরেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে।

তিনি নেত্রকোণার মোহনগঞ্জে তার ভগ্নিপতির স্বর্ণের দোকানে কাজ করতেন।

নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, সকালে সুজন বর্মন তার স্ত্রীকে নিয়ে সিএনজি করে মোহনগঞ্জ থেকে কিশোরগঞ্জে তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সিএনজিটি সকাল ৮টার দিকে সদর উপজেলার কান্দুলিয়া শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে আসলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে সিএনজিতে থাকা ৪ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন বর্মনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য ব্যক্তিরা সদর হাতপাতালে চিকিৎসা রয়েছেন।

ওসি আবুল কালাম বলেন, ‘ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। এ দিকে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত 
নির্বাচনের ৩ বছর পরও নৌকায় সিল মারা ব্যালট উদ্ধার
বিটিএস ভক্ত দুই মাদরাসাছাত্রী নিখোঁজ
লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১