অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, কলেজ শিক্ষার্থী নিহত
সিলেটে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম শাহরিয়ার আহমদ স্বপন (১৯)।
শুক্রবার (২৮ জুন) সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট উপজেলার রামপুর যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
নিহত শাহরিয়ার সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ও জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভরণ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
তিনি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক সাব্বির আহমদের ছোট ভাই।
এ বিষয়ে ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শাহরিয়ার মোটরসাইকেলে করে জকিগঞ্জ থেকে সিলেট আসছিলেন। পথে কানাইঘাট উপজেলার রামপুর যাত্রীছাউনি এলাকায় একটি অটোরিকশা হঠাৎ করে মূল সড়কে উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন শাহরিয়ার। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
ওসি আরও বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।’
মন্তব্য করুন