• ঢাকা সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
logo

সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২৪, ১৫:২৪
সড়কের পাশে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ জুন) সকালে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের সন্তোষপুর তেল পাম্পের কাছে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি হয়তো মানসিক প্রতিবন্ধী ছি‌লেন। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আজ ভোরের দি‌কে উপ‌জেলার স‌ন্তোষপুর তেল পা‌ম্পের কাছে একটি শব্দ শুনতে পান স্থানীয়রা। এ সময় তারা রাস্তায় বের হ‌য়ে দেখেন এক ব্যক্তি সড়কের পাশে মা‌টি‌তে প‌ড়ে কাতরাচ্ছেন। তখন আক‌লিমা না‌মে এক নারী তার মাথায় দেওয়ার জন্য পানি আনতে বাড়ি যান। পরে ফিরে এসে দেখেন লোকটি মারা গেছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেন জানান, সন্তোষপুর তেল পাম্প সংলগ্ন সড়কের পাশে ঝোপের ভেতর অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পেয়েছেন স্থানীয়রা। তার মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি (তদন্ত) একরাম হোসেন।

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ম‌র্গে পাঠানো হ‌য়ে‌ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জীবননগরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক
চুয়াডাঙ্গায় বেড়েছে ডায়রিয়া রোগী, বৃদ্ধার মৃত্যু
বিয়ের আসরে হঠাৎ হাজির প্রথম স্ত্রী, অতঃপর...
মাঠে পড়ে ছিল নিখোঁজ বৃদ্ধের মরদেহ