• ঢাকা সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
logo

নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে কৃষকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২৪, ১৮:৩৯
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জমির ড্রেন পরিষ্কার করতে গিয়ে পাহাড় ধসে আবু বক্কর (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুন) দুপুরে উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর ওই এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে ফুলতলি পাহাড়ের পাদদেশে নিজের জমিতে কাজ করতে যান আবু বক্কর। এসময় পাহাড়ের পাশে জমির ড্রেনে কাজ করার সময় হটাৎ পাহাড় ধস হলে তিনি চাপা পড়েন। এসময় আশপাশে থাকা অন্যান্যরা তাকে উদ্ধার করে। সেখানেই তিনি মারা যান।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্দরবানে পাহাড় ধস, রুমার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ঝুঁকি নিয়ে বসবাস করছে লাখ লাখ মানুষ
থানচিতে আবারও পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
বান্দরবানে যৌথবাহিনীর অভিযান, কেএনএফ সদস্য নিহত