• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২৪, ১৯:২০
ছবি : সংগৃহীত

যশোরের শার্শায় সাপের কামড়ে প্রান্তি খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

প্রান্তি উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামের প্রবাসী সোহাগ মিয়ার মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে ঘরে খাটের কাছে বসেছিল প্রান্তি। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়া হয়। শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু
যশোরে পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি, ৩ যুবক আটক
যশোরে চলছে খেজুরের রস আহরণের প্রস্তুতি
বাসে মিলল হেলপারের রক্তাক্ত মরদেহ, পাশে ছিল রক্তমাখা চাকু