• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

হাতিয়ায় সাগরের জোয়ারে ভেসে বৃদ্ধের মৃত্যু

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২৪, ২২:০৮
ছবি : আরটিভি

নোয়াখালীর হাতিয়ায় সাগরে জোয়ারে ভেসে গিয়ে সেকান্তর হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুন) উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দমারচর এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ওই বৃদ্ধ জোয়ারে ভেসে গিয়ে নিখোঁজ হন, এক ঘণ্টা পর স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে।

মৃত সেকান্তর উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত ছেরাজুল হকের ছেলে।

জানা যায়, সেকান্তর হোসেন শনিবার দুপুরে দমারচর থেকে নিঝুম দ্বীপ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। দমারচর ও নিঝুম দ্বীপের মধ্যবর্তী চ্যানেলে পানি কম থাকায় হেঁটে পার হচ্ছিল তিনি।

এ সময় হঠাৎ জোয়ারের স্রোতের কবলে পড়ে ভেসে যান তিনি। লোকজন ঘটনাটা দেখে তাকে উদ্ধার করা জন্য প্রাণপণ চেষ্টা চালায়। কিন্তু বাতাস ও প্রবল স্রোতের কারণে নিমেষে চোখের বাইরে চলে যায়। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে দমারচরের কাছে নদী থেকে তার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান দিনাজ উদ্দিন বলেন, স্রোতে ভেসে গিয়ে সেকান্তর নামে এক বৃদ্ধ নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার ঘণ্টা খানিকের মধ্যে স্থানীয় লোকজন তার মৃতদেহ উদ্ধার করে। লাশ দাফনের প্রস্তুতি চলছে।


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি জায়গায় যুবদল নেতার হোটেল নির্মাণের অভিযোগ
যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার, হাসপাতালে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু
‘ওবায়দুল কাদেরের নির্দেশে ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ মাহফিল বন্ধ ছিল’
নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন