• ঢাকা বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১
logo

প্রবাসীর স্ত্রীকে হত্যা, কথিত সেই ‘মামা’ আটক

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২৪, ০৯:০৪
ছবি : সংগৃহীত

নাটোরের লালপুরে প্রবাসীর স্ত্রী শিউলী বেগমকে হত্যার অভিযোগে নিহতের কথিত মামা জাকির হোসেনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

জাকির হোসেন সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, মামা পরিচয় দিয়ে কোনো এক ব্যক্তি গত তিন দিন ধরে শিউলী বেগমের সঙ্গে একই বাড়িতে বসবাস করছিলেন। সেই সুত্র ধরেই জাকির হোসেন নামে কথিত মামাকে আটক করা হয়েছে। হত্যার বিস্তারিত তথ্য জিজ্ঞাসাবাদের পর সঠিক জানা যাবে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান গণমাধ্যমকে বলেন, পুলিশ সুপারের নির্দেশে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আমরা কাজ করছিলাম। সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রবাসী সোহানুর রহমানের নিহত স্ত্রী শিউলী বেগমের কথিত মামা জাকির হোসেনকে আটক করা হয়। আটককৃত জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুবেল হত্যার বিচার চেয়ে ডিসি-এসপিকে স্মারকলিপি
অপমান সইতে না পেরে নবদম্পতির আত্মহত্যা
আনার হত্যা: এবার দায় স্বীকার করলেন মোস্তাফিজুর
কান্নাকাটি করায় শিশুকে শ্বাসরোধ করে হত্যা, মা-বাবা আটক