• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

হরিরামপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহি, সম্পাদক আবেদ

আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২৪, ১২:২৪
মাহিদুল ইসলাম মাহি (বামে) ও আবিদ হাসান আবেদ। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মাহিদুল ইসলাম মাহি (বিডিনিউজ ও আজকের পত্রিকা) সভাপতি এবং আবিদ হাসান আবেদ (বাংলাদেশ টুডে) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৯ জুন) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত উপজেলা কনফারেন্স রুমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বিকেল ৫টার দিকে হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বি এম খোরশেদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. সাঈদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল আমিন, কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম ও দপ্তর সম্পাদক শামিম মোল্লা।

যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বি এম খোরশেদ প্রধান নির্বাচন কমিশনার, মাই টিভির জেলা প্রতিনিধি আজিজুল হাকিম ও বাংলা নিউজের প্রতিনিধি সাজিদুর রহমান রাসেল নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু উপস্থিত ছিলেন। সাধারণ সভা উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কার সংক্ষিপ্ত হলে বছরের শেষে নির্বাচন: ড. ইউনূস
ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে: ইসি মাছউদ
নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবার বঞ্চিত হবে: ফখরুল
বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষা আজ, হবে তিন শিফটে