• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালক নিহত

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২৪, ১৭:১৫
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালক নিহত
ছবি : সংগৃহীত

ফেনীতে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. মোস্তফা (৫০) নামে এক চালক নিহত হয়েছেন।

রোববার (৩০ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মোস্তফা মাদারীপুর জেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালের দিকে পণ্যবাহী একটি ট্রাক ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাক চালক মো. মোস্তফা গুরুতর আহত হন।

খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে চালককে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল।

তিনি বলেন, ‘নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা আসলে অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
টাকা না পেয়ে শিশুকে হত্যা করে ভাইয়ের বন্ধুরা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
ফেনীর মহিপাল বাস টার্মিনালের কাজ শুরু