• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

শিবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২৪, ১৭:২৯
শিবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মাইনুল ইসলাম মনিরুলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) রাত ২টার দিকে নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন।

মাইনুল ইসলাম উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ডাকনি গ্রামের বাসিন্দা।

নিহত গৃহবধূ শিরিন বেগমের (৩৫) মেয়ের জামাই দেলওয়ার হোসেন বলেন, ‘পারিবারিক কলহের জেরে শনিবার রাতে তার শাশুড়িকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন শ্বশুর মাইনুল। এ সময় প্রতিবেশী ও আত্মীয়রা ছুটে এসে শিরিনকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান তিনি। ঘটনার পর মাইনুল ইসলামকে এলাকাবাসী আটক করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে শিবগঞ্জ থানা পুলিশ।’

এ বিষয়ে ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে।’

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবার বাড়ি যাওয়ার পথে রেলস্টেশনে সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
লক্ষ্মীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
ফেসবুকে নির্যাতনের বর্ণনা দিয়ে গৃহবধূর আত্মহত্যা
শ্বশুরের ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহবধূ, অতঃপর...