• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

স্ত্রীর মৃত্যুর পরদিন কারামুক্ত হলেন বিএনপি নেতা চাঁদ

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২৪, ১৭:৪১
স্ত্রীর মৃত্যুর পরদিন কারামুক্ত হলেন বিএনপি নেতা চাঁদ
ছবি : সংগৃহীত

জামিনে কারামুক্ত হয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। রোববার (৩০ জুন) দুপুর ১২টার দিকে গ্রেপ্তারের ১৩ মাস পর রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে শনিবার (২৯ জুন) তার স্ত্রী শাহানা বেগম (৬৯) মারা যান।

জানা যায়, আবু সাঈদ চাঁদের স্ত্রী শাহানা বেগম শনিবার দুপুরে মারা যান। রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে রোববার বিকেলে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। কারাগার থেকে মুক্তি পেয়ে আবু সাঈদ চাঁদ গ্রামের বাড়িতে যান। গত ২৪ মার্চ তার মা আশরাফুন্নেশা মারা যান। সেদিন আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন চাঁদ।

উল্লেখ্য, গত বছরের ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় দেশের বিভিন্ন স্থানে চাঁদের বিরুদ্ধে মামলা হয়। এরপর ২৫ মে রাজশাহী মহানগর পুলিশ নগরীর ভেড়িপাড়া মোড় থেকে আবু সাঈদকে গ্রেপ্তার করে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এন্ড্রু কিশোরকে হারানোর ৪ বছর
ওসিকে খাম দেওয়ার ভিডিও নিয়ে মুখ খুললেন বাদী
রাবির ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের