• ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১
logo

নৌকা বিকল হয়ে মেঘনায় আটকে ছিল ৭ ছাত্র, ৯৯৯ এ উদ্ধার

আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২৪, ১৭:৫৩
ছবি: সংগৃহীত

সাত বন্ধু চাঁদপুরের বড় স্টেশন ঘাট থেকে নৌকায় মেঘনায় ঘুরতে গিয়েছিলেন। কিছুদূর যাওয়ার পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর নদীর স্রোতে ভেসে চাঁদপুরের মেঘনা নদীর বহরিয়া নামক স্থানে চলে আসে তাদের নৌকা, ঢেউয়ের তোড়ে বিকল নৌকা তখন নদীতে নিয়ন্ত্রণহীন ভাসছিল।

এমন তথ্য জানিয়ে শনিবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টায় চাঁদপুর মেঘনা নদী থেকে জুয়েল রানা নামে একজন ভীত-সন্ত্রস্ত কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল আল-ইমরান। কনস্টেবল ইমরান কলারকে আশ্বস্ত করে শান্ত হতে বলেন এবং চাঁদপুর নৌ-পুলিশ থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। উদ্ধার সংশিষ্ট নৌ-পুলিশ টিম ও কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই মো. মান্নান।

সংবাদ পেয়ে চাঁদপুর নৌ-পুলিশ থানার একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া সাত ছাত্রকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে।

চাঁদপুর নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো. মনির হোসেন ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেঘনায় ধরা পড়ল ২ পাখি মাছ    
কমলনগরে রাসেলস ভাইপারকে মেরে ফেলেছে পথচারীরা
নরসিংদীর আকাশে বিমানের একাধিক চক্কর, আতঙ্কে ৯৯৯-এ কল
পদ্মা-মেঘনায় ইলিশ কম, জ্বালানি খরচও উঠছে না জেলেদের