• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

‘মা তুমি ভালো থেকো, চিরদিনের জন্য চলে গেলাম’

আরটিভি নিউজ

  ০১ জুলাই ২০২৪, ০৪:৩৩
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী পৌরসভায় মুক্তা খাতুন (১৬) নামের এক স্কুল ছাত্রী চিরকুট লিখে আত্মহত্যা করেছে।

রোববার (৩০ জুন) দুপুরের দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটা নামক এলাকার এ ঘটনা ঘটে। মুক্তা আমতলী উপজেলার ছোটনীলগঞ্জ নামক এলাকার রাজু সরদারের মেয়ে।

জানা গেছে, আমতলী পৌরসভার আলী আকব্বর হাওলাদারের বাসায় মায়ের সঙ্গে ভাড়া থাকত মুক্তা। রোববার মুক্তা স্কুলে গেলেও ক্লাস না করে ১২ টার দিকে বাড়ি চলে আসে। এসময় বাসা ফাঁকা থাকায় মাকে উদ্দেশ্যে করে একটি চিরকুট লিখে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে ‘মা তুমি ভালো থেকো আমি চিরদিনের জন্য চলে গেলাম’ লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘চিরকুটে কারও বিরুদ্ধে স্পষ্ট কোনো অভিযোগ নেই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসতালের মর্গে পাঠানো হয়েছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল, পুলিশের লাঠিচার্জ
র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করল পুলিশ সংস্কার কমিশন
পুলিশ সংস্কারে যে সুপারিশ দিয়েছে কমিশন
কুকুর পরিচালনা শিখতে ইতালি যাচ্ছেন পুলিশ কর্তারা