• ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১
logo

যন্ত্রণা থেকে মুক্তি পেতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের আত্মহত্যা

আরটিভি নিউজ

  ০১ জুলাই ২০২৪, ০৪:৪৪
ছবি: সংগৃহীত

রোগে শারীরিক পীড়া সহ্য করতে না পেরে সিরাজগঞ্জের কামারখন্দে ইয়াদ আলী (৭২) নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন।

রোববার (৩০ জুন) সকালে উপজেলার হাটখোলা এলাকায় তার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, রাজশাহীর পবা উপজেলার ইয়াদ আলী কামারখন্দ থানায় চাকরি করার সুবাদে কহিনুর বেগম নামের এক নারীকে বিয়ে করেন। এরপর কামারখন্দ হাটখোলা এলাকায় নিজস্ব বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন। ২০০৮ সালে তিনি পুলিশের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থতা ছিলেন।

ইয়াদ আলীর ছেলে ওমর ফারুক বলেন, ‘দীর্ঘদিন ধরে অসুস্থতা ও শারীরিক পীড়া সহ্য করতে না পেরে এর আগেও বাবা আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন। রোববার সকালে সবাই নিজের কাজে ছিল, এসময় ঘরের ধর্ণার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস নিয়ে তিনি আত্নহত্যা করেরেছেন।’

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ মার্কিন পুলিশ কর্মকর্তার ওপর ইরানের নিষেধাজ্ঞা
চিরকুট লিখে আত্মহত্যা: রীমার সেই শখের পুরুষ গ্রেপ্তার
গরু চুরির ঘটনায় ২ এসআইসহ ৪ পুলিশকে প্রত্যাহার
অনবরত হত্যার হুমকি অভিনেত্রীকে, চলছেন পুলিশি নিরাপত্তায়