• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ছেলের চিৎকার শুনে বাঁচাতে গেলেন বাবা, প্রাণ গেল দুজনেরই

আরটিভি নিউজ

  ০১ জুলাই ২০২৪, ০৪:৫৩
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তাহের (৫৫) ও তার ছেলে রাসেল মিয়া (১৮) মারা গেছেন।

রোববার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের অর্জুনলাল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে দলদলিয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী জানান, সন্ধ্যায় বৈদ্যুতিক সংযোগ বোর্ডের কাজ করার সময় ছেলে রাসেল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই সময় তার চিৎকার শুনে বাবা আবু তাহের তাকে উদ্ধারের জন্য ছুটে আসেন। পরে বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলে বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। তারা তথ্য সংগ্রহ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক নিহত
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে নিহত ২