• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু 

আরটিভি নিউজ

  ০১ জুলাই ২০২৪, ০৮:৪৯
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু 
ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান (৪২) নামে এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৩টায় রিয়াদ শহরে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজ ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তারাপাশা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল উদ্দিন মণ্ডল মোস্তাফিজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের খালাতো ভাই মোখলেছুর রহমান বলেন, মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। ১৩ মাস আগে কাজের সন্ধানে তিনি সৌদি আরবে যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন। শনিবার সৌদি আরবের রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

মোস্তাফিজের স্ত্রী সুইটি আক্তার বলেন, আমাদের একটু ভালো রাখার আশায় বিদেশ যান মোস্তাফিজুর। এখন তিনি লাশ হয়ে ফিরবেন। তিন ছেলে সন্তান নিয়ে আমি বিধবা হয়েছি। আমরা মরদেহ আনার জন্য সেখানে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেছি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
৪ হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিলো গ্রিস
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের