• ঢাকা বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১
logo

সিলেটের কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

আরটিভি নিউজ

  ০১ জুলাই ২০২৪, ০৮:৫৮
ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে পর্যটনকেন্দ্রে ঘুরতে এসে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রোববার (৩০ জুন) বিকেল ৪টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকার খাগাইলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদী সদর থানার কামারগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৫) ও তার ছেলে আব্দুল্লাহ (৭)।

এ ঘটনায় দেলোয়ার হোসেনও গুরুতর আহত হয়েছেন। তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার সকালে সিলেট নগরী থেকে সাদাপাথর বেড়াতে এসেছিলেন তারা।

একই ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, সিলেটগামী একটি অটোরিকশাকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা ট্রাক। এতে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। পরে পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্যা থেকে পুনরুদ্ধারে সিলেট-সুনামগঞ্জকে আর্থিক সহায়তা যুক্তরাষ্ট্রের
এইচএসসির স্থগিত চার বিষয়ের নতুন রুটিন দিলো সিলেট বোর্ড
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে বিএনপি-জামায়াতের ২ নেতার মৃত্যু
ধেয়ে আসছে বন্যা, সিলেটসহ পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত