• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

২২ হাজার টাকায় বিক্রি হলো ৭ কেজির ঢাই মাছ

আরটিভি নিউজ

  ০১ জুলাই ২০২৪, ১৭:৩৭
ঢাই মাছ
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ৭ কেজি ওজনের একটি ঢাই মাছ।

সোমবার (১ জুলাই) ভোর ৬টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটের অদূরে চর কর্ণসোনা এলাকায় মাছটি ধরা পড়ে।

হজু মণ্ডল নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি ২২ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, সকাল ৮টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে মাছটি নিলামে তোলা হয়। পরে প্রতি কেজি ৩ হাজার ২০০ টাকা দরে মোট ২২ হাজার ৪০০ টাকায় মাছটি আমি কিনেছি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, নদীতে পানি ও স্রোত কম থাকায় জেলেদের জালে প্রতিদিন বড় বড় রুই, কাতল, মৃগেল, বাগাড়, পাঙাস, ইলিশসহ বিভিন্ন মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
রাজবাড়ীতে মাদক মামলায় কৃষকলীগ নেতার যাবজ্জীবন
ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টা, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
বোরকা পেঁচিয়ে গেল রিকশায়, মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু