• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ, দুই দিনের রিমান্ডে চার ধর্ষক

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০১ জুলাই ২০২৪, ২২:৫৩
চট্টগ্রাম রেলওয়ে থানা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ক্যাটারিংয়ের চার কর্মীকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১ জুন) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন শুনানি শেষে এ আদেশ দেন।

গ্রেপ্তার চারজন হলেন মোহাম্মদ জামাল (২৭), মোহাম্মদ শরীফ (২৮), মোহাম্মদ আবদুর রব (২৮) ও মোহাম্মদ রাশেদ (২৭)। তারা সবাই ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের (ক্যাটারিং সার্ভিস) কর্মী।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, আজকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের চাওয়া হয়েছিল। শুনানির পর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে, গত বুধবার সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এক তরুণীকে ধর্ষণের ঘটনায় সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের ৩ কর্মীকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। পরদিন কুমিল্লা থেকে আরও একজন গ্রেপ্তার হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদও ক্রোকের নির্দেশ
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আয়কর নথি জব্দের আদেশ
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নরসিংদীতে ড্রেজার থেকে ভ্রাম্যমাণ আদালত লক্ষ্য করে গুলি