চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ, দুই দিনের রিমান্ডে চার ধর্ষক
চট্টগ্রামে চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ক্যাটারিংয়ের চার কর্মীকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১ জুন) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন শুনানি শেষে এ আদেশ দেন।
গ্রেপ্তার চারজন হলেন মোহাম্মদ জামাল (২৭), মোহাম্মদ শরীফ (২৮), মোহাম্মদ আবদুর রব (২৮) ও মোহাম্মদ রাশেদ (২৭)। তারা সবাই ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের (ক্যাটারিং সার্ভিস) কর্মী।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, আজকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের চাওয়া হয়েছিল। শুনানির পর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে, গত বুধবার সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এক তরুণীকে ধর্ষণের ঘটনায় সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের ৩ কর্মীকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। পরদিন কুমিল্লা থেকে আরও একজন গ্রেপ্তার হয়।
মন্তব্য করুন