ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

শ্রীমঙ্গলে ট্রাকচাপায় খালা-ভাগ্নির মৃত্যু, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার), আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪ , ০৯:০৫ এএম


loading/img
ছবি : আরটিভি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালু উত্তোলনকারী ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। সম্পর্কে তারা খালা-ভাগ্নি। এ ঘটনায় সড়ক অবরোধ করে আন্দোলন করে দোষীদের শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। সোমবার রাতে শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নের পাত্রীকুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি ট্রাককে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায়।

নিহতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের পাত্রীকুল গ্রামের খালা পিয়ারা বেগম (৪৮) ও তার ভাগ্নি সাবিয়া আক্তার (৫)। শিশু সাবিয়া আক্তার বেড়াতে খালার বাড়িতে এসেছিল।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিলিকা বালুর রাজ্যখ্যাত ভূনভীর ইউনিয়নে প্রতিনিয়ত চলে অবৈধ বালু উত্তোলন। দিনরাত এ ইউনিয়নের সড়ক দিয়ে চলাচল করে ভারী বালু উত্তোলনকারী ট্রাক ও লরি। সোমবার রাতে দুটি ট্রাকচাপায় খালা ও ভাগ্নির মৃত্যু হয়। এরপর গ্রামবাসী সড়ক অবরোধ করেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় ও ইউএনও মো. আবু তালেব বিচারের আশ্বাস দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ওসি বিনয় ভূষণ রায় বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবেশ এখন শান্ত আছে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |