• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

বগুড়ায় ফের ট্রেনের বগি লাইনচ্যুত

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২৪, ১১:২২
বগুড়ায় ফের ট্রেনের বগি লাইনচ্যুত
ছবি : সংগৃহীত

মাত্র ৭ দিনের ব্যবধানে তৃতীয়বারের মতো গাইবান্ধার বোনারপাড়া থেকে ছেড়ে আসা বগুড়ার সান্তাহারগামী ‘ফোর নাইনটি কলেজ ট্রেন’ (লোকাল)-এর দুটি বগি আবারও লাইনচ্যুত হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সকাল ৮টায় বগুড়ার সুখানপুকুর স্টেশনে প্রবেশের সময় ২ নম্বর লাইনে ট্রেনটির দুইটি বগি লাইনচ্যুত হয়। তবে স্টেশনের ১ নম্বর লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে স্টেশনের মাস্টার সাজেদুর রহমান।

তিনি বলেন, সুখানপুকুর স্টেশনে ২ নম্বর লাইনে কলেজ ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে ১ নম্বর লাইন হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সচল রয়েছে।

এর আগে গত রোববার রাতে গাবতলী স্টেশনে প্রবেশের সময় এ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছিল।

এ বিষয়ে সুখানপুকুর রেলস্টেশনের মাস্টার আবদুল মতিন বলেন, নির্ধারিত সময়ে বোনারপাড়া থেকে সান্তাহারের উদ্দেশে ছেড়ে আসে ফোর নাইনটি কলেজ ট্রেন। নির্ধারিত যাত্রাবিরতির জন্য সকাল ৮টা ১০ মিনিটে ট্রেনটি বগুড়ার সুখানপুকুর রেলস্টেশনের ২ নম্বর লাইনে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে টেনের দুটি বগি লাইনচ্যুত হয়। বোনারপাড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসেছে। লাইনচ্যুত বগি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করার কাজ চলছে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাদ ফুটো করে আসামি পলায়নের ঘটনায় জেলার বদলি
ঢাকার সঙ্গে উত্তরঙ্গের রেল যোগাযোগ বন্ধ 
এনবিআরের সেই ফয়সালকে বগুড়ায় বদলি
ছাগল আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত